ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পহেলা বৈশাখ উপলক্ষে ‘উহা একটি প্রেম ছিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
পহেলা বৈশাখ উপলক্ষে ‘উহা একটি প্রেম ছিল’ ‘উহা একটি প্রেম ছিল’ নাটকের একটি দৃশ্য

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘উহা একটি প্রেম ছিল’। ফরহাদ আলমের রচনায় ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সজল ও অভিনেত্রী শার্লিন ফারজানা।

মিষ্টি প্রেমের গল্প নিয়ে সাজানো নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, জুবায়ের জাহিদ, আলামিনসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরহাদ জানান, বিশেষ কোনও দিনে এমন নাটক প্রচারিত হওয়ার আনন্দই আলাদা।

এই কাজটির সাফল্য আসন্ন ঈদে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

কাকপক্ষী প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল এনটিভিতে রাত ৯টা ০৫মিনিটে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।