ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নতুন হলিউড সিনেমায় ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
নতুন হলিউড সিনেমায় ঐশ্বরিয়া? ঐশ্বরিয়া রাই বচ্চন

হলিউড সিনেমায় অভিনয়ের জন্য বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রস্তাব পাওয়াটা নতুন কিছু না। তবে সম্প্রতি তিনি নাকি একটি হলিউড সিনেমায় কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ঐশ্বরিয়া নতুন হলিউড প্রজেক্টটিতে কাজ করার জন্য আগ্রহী। কাগজপত্রের প্রক্রিয়া চলছে।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটির ঘোষণা আসতে পারে।
 
যদিও বিষয়টি নিয়ে সাবেক এই বিশ্ব সুন্দরী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এছাড়া সিনেমাটি সংক্রান্ত অন্যান্য কোনও তথ্যও পাওয়া যায়নি।

২০১৮ সালে রাজকুমার রাও’র সঙ্গে শেষবার ‘ফান্নে খান’ সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন ঐশ্বরিয়া। কিছুদিন আগে ‘গুলাব জামুন’ নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন স্বামী অভিষেক বচ্চন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।