ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সালমার বৈশাখী উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
সালমার বৈশাখী উপহার আশফিয়া-জুয়েল-সালমা

বৈশাখে প্রকাশ পাচ্ছে মৌসুমী আক্তার সালমার কণ্ঠের গান ভিডিও। গানের শিরোনাম ‘দিলো না’।

খ্যাতনাম গীতিকবি শাহ আলম সরকারের কথা-সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

এতে মডেল হিসেবে আছেন আশফিয়া ওহী ও জুয়েল।

‘দিলো না’ গানের একটি দৃশ্যএ গান প্রসঙ্গে সালমা বলেন, আমি শাহ আলম সরকারকে গুরুজি হিসেবে মানি। গুরুর গান শিষ্য গেয়েছে এটা আনন্দের। গানটার মধ্যে আলাদা একটা দরদ আছে। ভিডিও নির্মাণও ভালো হয়েছে। আর বৈশাখে শ্রোতাদের এমন একটা গান উপহার দিতে পেরে নিজের মধ্যে ভালোলাগা কাজ করছে।  

সালমার কণ্ঠের লোক ধাঁচের এই গান ভিডিওটি শুক্রবার (১২ এপ্রিল) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এছাড়া গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
ওএফবি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।