ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

একটা ‘মিথ্যা প্রেমের গল্প’ শোনাবেন পাপ্পু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
একটা ‘মিথ্যা প্রেমের গল্প’ শোনাবেন পাপ্পু সাদমান পাপ্পু

সঙ্গীতশিল্পী সাদমান পাপ্পু ‘আমি মানে তুমি’ গানের মাধ্যমে শ্রোতামহলে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেন। এরপর থেকে বছরব্যাপী একের পর এক গান প্রকাশ করছেন তরুণ এই গায়ক।

এবার বৈশাখ উপলক্ষ্যে তার কণ্ঠে প্রকাশ পাচ্ছে ‘মিথ্যা প্রেমের গল্প’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ্।

সুরে শামীম আশিক। সঙ্গীতায়োজনে রিয়েল আশিক।

এরইমধ্যে গানের ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওর মডেল আলভি মামুন ও জিম। থাকছে শিল্পী সাদমান পাপ্পু’র উপস্থিতিও। ভিডিও নির্মাণ করেছেন সাজিন খান।  ডিওপি সানি খান।

‘মিথ্যা প্রেমের গল্প’ গানের পোস্টারএ গান প্রসঙ্গে সাদমান পাপ্পু বাংলানিউজকে বলেন, এককথায় দারুণ একটি গান। ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটি গান। কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে অসম্ভব সুন্দর একটি গান হয়েছে। গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদি। ভক্ত-অনুরাগী ও শ্রোতাদের জন্য এটি আমার বৈশাখী উপহার।

শুক্রবার (১২ এপ্রিল) গান ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলি থেকে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।