ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রেম ভাঙতে গোয়েন্দা জোভানের দ্বারস্থ টয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
প্রেম ভাঙতে গোয়েন্দা জোভানের দ্বারস্থ টয়া! জোভান ও টয়া

শখের গোয়েন্দা জোভান। তার কাছে নিজের পাতানো প্রেম ভাঙতে সাহায্যের জন্য যান টয়া। তবে জোভানের জন্য বিষয়টি এত সহজ ছিল না। তাকে পড়তে হয়েছে নানা প্রতিকূলতায়। টয়ার জন্য জোভানকে বন্দী হয়ে সেদ্ধ আলু পর্যন্ত খেতে হয়েছে!

এমনই হাস্যরসাত্মক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ডিটেকটিভ লাভ’। রণক ইকরামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।

এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা টয়া, মনিরুল ইসলাম, ফয়সাল, আফরিন মীম, তুষার প্রমুখ। জোভান ও টয়ানাটকটি প্রসঙ্গে টয়া বলেন, মোহন আহমেদের সঙ্গে অল্পদিনে বেশ ক’টি কাজ করে ফেলেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। কারণ এটি কমেডি ঘরানার। দর্শকের এই নাটকে প্রচুর আনন্দ পাবেন।

জোভান বলেন, কাজটি অনেক এনজয় করেছি। শুটিং করার সময়ই অনেক মজা হয়েছে। প্রচুর হেসেছি। দর্শকরাও প্রচুর মজা পাবেন।

বাংলা নববর্ষ উপলক্ষে ১৩ এপ্রিল রাত ৯টায় নাগরিক টিভিতে বিশেষ নাটক ‘ডিটেকটিভ লাভ’ প্রচার হবে। পাশাপাশি সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।