ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনে তামিম ইকবালের সঙ্গে আইরিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
বিজ্ঞাপনে তামিম ইকবালের সঙ্গে আইরিন তামিম ইকবাল ও আইরিন সুলতানা

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালকে প্রায়ই বিজ্ঞাপনের মডেল হতে দেখা যায়। এবারই প্রথম নতুন একটি বিজ্ঞাপনে তাকে চিত্রনায়িকা আইরিনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) গুলশানে অনন্য মামুনের পরিচালনায় বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন তারা। শুক্রবারও (১২ এপ্রিল) একই বিজ্ঞাপনের কাজ হচ্ছে বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে।

এ প্রসঙ্গে আইরিন বাংলানিউজকে বলেন, প্রথমবার কোনো ক্রিকেটারের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করলাম। দারুণ একটি কাজ হয়েছে। তামিম ইকবাল আমাকে বেশ সহযোগিতা করেছেন। তামিক ইকবাল ও আইরিন সুলতানাঅনন্য মামুন বলেন, এর আগেও আমি বিজ্ঞাপন বানিয়েছি। তবে তামিম ইকবালের সাথে এটাই আমার প্রথম কাজ।

বিজ্ঞাপনটিতে আরও রয়েছেন আনন্দ খালেদ, আনোয়ার, জেরিন, অনিকা, সাদিয়া ও লাকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।