ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সাব্বির-ঐশীর ‘বৈশাখী মেলায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
সাব্বির-ঐশীর ‘বৈশাখী মেলায়’ ‘বৈশাখী মেলায়’ গানের একটি দৃশ্য

বৈশাখী আনন্দে দর্শক-শ্রোতাদের জন্য ‘‘বৈশাখী মেলায়’’ শিরোনামের গান ভিডিও নিয়ে এলেন সাব্বির নাসির ও ঐশী।

গীতিকার রাজিব হাসানে কথায় গানটির সুর করেছেন মুনতাসির তুষার। সঙ্গীতায়োজনে সালমান।

গানটির ভিডিও তৈরি করেছেন নির্মাতা এস.এম. ফজলে রাব্বি। সিনেমাটোগ্রাফারে ছিলেন রাজু রাজ। গানটির ভিডিও এডিটিং করেছেন ফাহিন আরেফিন ইভান ও তাহসিন হোসেন।

‘বৈশাখী মেলায়’ গানটি সম্পর্কে সাব্বির বলেন, আমাদের দেশের ঐতিহ্যবাহী লোক- রক মিউজিকের মিশ্রণে তৈরি করেছি বৈশাখের এই ফিউশন গান। এই গানটি আমি বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ডশিল্পী মাকসুদুল হককে উৎসর্গ করেছি।

গানটি শনিবার রাতে (১৩ এপ্রিল) প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।