ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সুরে-কণ্ঠে ‘প্রথম দেখাতে’ মিনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
সুরে-কণ্ঠে ‘প্রথম দেখাতে’ মিনার মিনার রহমান

বাংলা নববর্ষ উপলক্ষ্যে ‘প্রথম দেখাতে’ শিরোনামের গান ভিডিও প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী মিনার রহমানের কণ্ঠে।

প্রথম দেখাতে হাতের রেখাতে/মিলেছে তোমার নাম/কে কি বলে তা ভাবলে কি চলে/বোঝি না ডান বাম- এমন কথা গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন মিনার নিজেই। কথা লিখেছেন স্নেহাশীস ঘোষ।

সঙ্গীতায়োজনে রেজওয়ান শেখ।

গানটির গল্পনির্ভর ভিডিও নিমার্ণ করেছেন মাহমুদ মাহিন। এতে মডেল হয়েছেন ফারহান ও সাবাহ। রয়েছে মিনারের উপস্থিতিও।

শনিবার (১৩ এপ্রিল) প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশন’র ইউটিউব চ্যানেল রসগোল্লা থেকে মিনারকণ্ঠের গান ভিডিও ‘প্রথম দেখাতে’ প্রকাশ পেয়েছে।

এছাড়া অচিরেই একই প্রতিষ্ঠান থেকে প্রকাশ পেতে যাচ্ছে ‘আমায় ভোলা শেখো’ শিরোনামে মিনারের আরেকটি গান।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
ওএফবি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।