ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রুবেলের কণ্ঠে ‘ও পাগলী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
রুবেলের কণ্ঠে ‘ও পাগলী’ কণ্ঠশিল্পী রুবেল

হিপহপ ঘরানার ‘ও পাগলী’ শিরোনামের গান ভিডিও নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী রুবেলে।

গাওয়ার পাশাপাশি নাহিদ শেখের লেখায় গানটির সুর-সঙ্গীত ও সাউন্ড ডিজাইন করেছেন রুবেল নিজেই।  

এ গান প্রসঙ্গে রুবেল বলেন, অনেক সময় নিয়ে গানটি করেছি।

আমি সাউন্ড নিয়েই পড়াশোনা করেছি, যে কারণে সাউন্ড’র যথাযথ প্রয়োগগুলো এ গানে আমি করতে পেরেছি। এরমধ্যে ইউটিউবে গানটি রিলিজ পেয়েছে। বিভিন্ন মহল থেকে গানটির রেসপন্স বেশ ভালো পাচ্ছি। আমার কাজের মৌলিকত্বই আমাকে মূলত আনন্দ দেয়। কারণ আমি আমার কাজগুলো নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।

রুবেল সিঙ্গাপুরে শব্দ প্রকৌশলী হিসেবে পড়াশোনার পাশাপাশি এদেশের একাধিক গুণী সঙ্গীত পরিচালকের গানের মাস্টারিং ও সাউন্ড ডিজাইনের কাজ করছেন। এছাড়া শব্দ প্রকৌশলী হিসেবে নিজ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডিগ্রি অর্জন করেন।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।