ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘বৈশাখ এলো রে’ নিয়ে ফিরলেন আবিদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
‘বৈশাখ এলো রে’ নিয়ে ফিরলেন আবিদা সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা

বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা। ‘বৈশাখ এলো রে’ শিরোনামের গানটি শনিবার (১৩ এপ্রিল) ইউটিউবে প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে বহু দিন পর শ্রোতা-ভক্তদের নতুন গান উপহার দিলেন ‘প্রজাপতিটা যখন তখন’খ্যাত এই গায়িকা।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘বৈশাখ এলো রে’র কথা, সুর ও সঙ্গীত আবিদার নিজের। এছাড়া এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আরাফাত সেতু।

গানটি প্রসঙ্গে আবিদা বাংলানিউজকে বলেন, অনেক দিন গান থেকে বিরতিতে ছিলাম। ‘বৈশাখ এলো রে’র মধ্য দিয়ে আবারও ফিরলাম। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। ‘আবিদার গান’ নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানেই নিয়মিত আমার নতুন গানগুলো পাওয়া যাবে। ’

২০০৭ সালে আবিদা সুলতানার প্রথম গান ‘প্রজাপতিটা যখন তখন’ প্রকাশ পায়। প্রথম গানেই শ্রোতা নন্দিত হন তিনি। গান চর্চার পাশাপাশি বর্তমানে এই শিল্পী একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন।

**‘বৈশাখ এলো রে’
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।