ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্ব-মম’র নাটকে শিহাবের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
অপূর্ব-মম’র নাটকে শিহাবের গান শিহাব-অপূর্ব-মম

ছোটো পর্দার দর্শকপ্রিয় দুই মুখ জাকিয়া বারী মম ও অপূর্ব অভিনীত ‘এই বৈশাখে’ নামের একটি নাটক নির্মিত হয়েছে বৈশাখ উপলক্ষ্যে। এতে ‘বৈশাখী বৃষ্টি’ শিরোনামে একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী শিহাব শাহরিয়ার। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মুক্তা বিশ্বাস।

গীতিকবি মাসুম আওয়াল’র কথায় সুমন কল্যাণের সঙ্গীতে গানটির সুর করেছেন শিল্পী শিহাব নিজেই।

তুমি বৈশাখী বৃষ্টিতে ভেজো আর আমার আসে জ্বর/তুমি মুখ লুকিয়ে থাকো আর তোমার সাথে তাল মেলায় ঈশ্বর- এমন কথার গান নিয়ে ‘এই বৈশাখে’ নির্মাণ করেছেন নাজমুল রনি।

 

এ গান প্রসঙ্গে শিল্পী শিহাব শাহরিয়ার বলেন, গানের কথাগুলো অসম্ভব সুন্দর। বন্ধু মাসুম আওয়াল দারুণ লিখেছে। আমি চেষ্টা করেছি, সুর আর গায়কীতে সেরাটা দেওয়ার। সুমন’দা চমৎকার সঙ্গীত করেছেন। আর মুক্তার গায়কীও বেশ ভালো। প্রাণ খুলে সে গানটি গেয়েছে। আমি কতটুকু পেরেছি, তা শ্রোতারাই ভালো বলতে পারবেন। তবে গানটি শুনলে কেউ নিরাশ হবেন না, এটা বলতে পারি।  

বৈশাখ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সেভেনটিউনের ইউটিব চ্যানেলে গানটি প্রকাশ পায়।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।