ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় মুক্তি পাচ্ছে ‘দ্য কার্স অব লা লোরোনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
ঢাকায় মুক্তি পাচ্ছে ‘দ্য কার্স অব লা লোরোনা’ ‘দ্য কার্স অব লা লোরোনা’র একটি দৃশ্য

ভৌতিক সিনেমা ‘দ্য কার্স অব লা লোরোনা’ মুক্তি পেতে যাচ্ছে ঢাকায়। এটি শুক্রবার (১৯ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। একই দিন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

মাইকেল কেভস পরিচালিত এ সিনেমাতে অভিনয় করেছেন লিন্ডা কারডেলিনি, রেমন্ড ক্রুজ, প্যাট্রিসিয়া ভ্যালাসকেজসহ আরও অনেকে।

দক্ষিণ আমেরিকার লোককাহিনিতে লা লোরোনা এক ক্রন্দনরত মহিলা, যে তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদে।

মেক্সিকো থেকে চিলি পর্যন্ত ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভীতিকর এক বিষয় হয়ে দাঁড়ায় এটি।

লা লোরোনা পানির কাছে থাকে আর তার হারিয়ে যাওয়া বাচ্চার জন্য কাঁদে। কী করে তার বাচ্চা হারিয়ে গিয়েছিল, সে গল্প একেক দেশে একেক রকম। কিন্তু বেশিরভাগ গল্পেই একই ধরণের কিছু বিষয় আছে।  

এমনই লোককাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য কার্স অব লা লোরোনা’। এতে অ্যানা গার্সিয়া নামে এক মার্কিন সমাজকর্মী তার দুই সন্তানকে নিয়ে ভয়ঙ্কর সব ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখা যাবে।

**‘দ্য কার্স অব লা লোরোনা’র ট্রেলার

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।