ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

উর্মিলার সঙ্গে জুটি বাঁধলেন সাগর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
উর্মিলার সঙ্গে জুটি বাঁধলেন সাগর উর্মিলা ও সাগর

প্রথমবার ছোটপর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন অভিনেতা সাগর আহমেদ। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘টুনাটুনি’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

নাটকটির গল্পে দেখা যাবে, আবেগের বশবর্তী হয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সাগর ও বিথী। স্ত্রীকে নিয়ে সাগর বন্ধুর বাড়িতে উঠে।

বিথীর বড় ভাই এলাকার মাস্তান, সে তাদেরকে খুঁজতে থাকে।

তবে এক সময় এই ঝামেলাগুলো শেষ হয়ে যায়। সাগর আর বিথী স্বাভাবিক সংসার জীবন শুরু করেন। কিন্তু তারা কি সুখে শান্তিতে বসবাস করতে পারেন?  তাই জানা যাবে ‘টুনাটুনি’ নাটকে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সাগর অ্যান্ড ব্রাদার্সের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পেয়েছে। উর্মিলা ও সাগর ছাড়া এতে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম নাসির।

সাগর আহমেদ বলেন, ভালোবেসে বিয়ে করার পর যে ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়, তাই ‘টুনাটুনি’ নাটকে দেখানো হয়েছে। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগছে।

**'টুনাটুনি' নাটক
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।