ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সুস্থ হয়ে ভারত ফিরছেন ঋষি কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
সুস্থ হয়ে ভারত ফিরছেন ঋষি কাপুর ছেলে রণবীর কাপুর ও স্ত্রী নিতু কাপুরের সঙ্গে ঋষি কাপুর

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বর্তমানে তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন। এখন শিগগিরই ভারত ফেরার প্রস্তুতি নিচ্ছেন ‘দিওয়ানা’খ্যাত এই অভিনেতা।

অসুস্থ হওয়ার আগে ঋষি কাপুর অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘রাজমা চাওয়াল’। তবে অভিনয় থেকে দীর্ঘ বিরতির কারণে তিনি এখন অস্বস্তি অনুভব করছেন।

তাই নিজ দেশে ফিরে আবারও ক্যারিয়ারে মনোযোগী হতে চান ৬৬ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি ঋষি কাপুর বলেন, ‘আবার কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কারণ আমি এখন অনেকটা সুস্থ আছি। ’

যদিও এই তারকা এখনো তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে জানার অপেক্ষা করছেন। তবে এরমধ্যেই তিনি ভারত ফিরে সবাইকে শুভেচ্ছা জানানোর তীব্র ইচ্ছা নিয়ে সময় পার করছেন।

ঋষি কাপুর আরও বলেন, ‘অনেকে নিয়মিত আমার খবর নিয়েছেন। যেমন সঞ্জয় দত্ত সবসময় আমার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও আমার চেয়ে বেশি আমার স্ত্রী নিতু সবাইকে স্বাস্থ্যের খবর জানিয়েছে। ’  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।