ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ন্যানসিকে শুভকামনা জানাতে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ন্যানসিকে শুভকামনা জানাতে… ফেরদৌস ওয়াহিদ-ন্যানসি

সৌন্দর্য বর্ধন প্রতিষ্ঠানের সঙ্গে (বিউটি পার্লার) নিজেকে যুক্ত করলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

আসছে ১ মে বিকাল ৪টায় ময়মনসিংহের কালীশংকর গুহ রোডের নতুন বাজার এলাকায় তার ‘স্প্লেশ বিউটি লাউঞ্চ’র শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। উপস্থাপক-মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল এর উদ্বোধন করবেন বলে ন্যানসি আগেই জানিয়েছিলেন।

এবার যোগ হলো নতুন চমক।

পিয়া-ন্যানসিএ প্রসঙ্গে ন্যানসি বাংলানিউজকে বলেন, বিশেষ কিছু শুরুর আগে আমি সব সময়ই ফেরদৌস ওয়াহিদ’র (মামার) সিদ্ধান্ত নিই। আমার অভিভাবকদের মধ্যে অন্যতম একজন তিনি। তাই আমার ‘স্প্লেশ বিউটি লাউঞ্চ’র উদ্বোধনের আগে ওনার দোয়া চাইতে ফোন করেছিলাম। আমার এ উদ্যোগে বেশ উচ্ছ্বসিত হন তিনি। শুধু তাই না, আমাকে শুভকামনা জানাতে উদ্বোধনের দিন তিনি উপস্থিত থাকবেন। ভালো লাগছে এই ভেবে, নিজ থেকে আমার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ন্যানসির কথায় স্পষ্ট, ‘স্প্লেশ বিউটি লাউঞ্চ’র শুভ উদ্বোধনে পিয়া জান্নাতুলের সঙ্গে থাকছেন ফেরদৌস ওয়াহিদ।  

আমাদের সংস্কৃতির সঙ্গে রূপচর্চার বিষয়টি বহুকাল ধরে মিশে থাকলেও সময়ের সঙ্গে এর ধরনটা পাল্টেছে। সে কারণেই বর্তমানে সব জায়গাতেই রয়েছে বিউটিশিয়ানদের চাহিদা।

সেই লক্ষ্যেই সৌন্দর্য বর্ধন প্রতিষ্ঠানের সঙ্গে (বিউটি পার্লার) ন্যানসি যুক্ত হওয়া।  

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, মেয়েদের সৌন্দর্য সেবায় কাজ করবে আমার ‘স্প্লেশ বিউটি লাউঞ্চ’। এখানে মেয়েদের ইচ্ছে মতো সেবা দেওয়া হবে না। যেটার সঙ্গে যেটা দরকার, গবেষণার মাধ্যমে আমরা সেই সেবাটাই দেওয়ার চেষ্টা করবো। যেমন- সবার ত্বক কিন্তু একই রকম না। ত্বকের ধরন নির্ণয় করেই আমরা সৌন্দর্য প্রসাধনী ব্যবহার করবো।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ওএফবি 

  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।