ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গানচিত্রে আদিত্যের ‘পরী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
গানচিত্রে আদিত্যের ‘পরী’ আদিত্য

এই সময়ের প্রতিভাবান কণ্ঠশিল্পী উজ্জ্বল আদিত্য। এরইমধ্যে একক অ্যালবামের পাশাপাশি বেশকিছু মিক্সড অ্যালবামে গান করেছেন তরুণ এই গায়ক।

এবার আদিত্যের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘পরী’ শিরোনামের গান ভিডিও। গানটির চমৎকার সঙ্গীতায়োজন করেছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট ও নোনতা বিস্কুট ব্যান্ডের প্রধান সদস্য মহান ফাহিম।

ফুল পরী না জল পরী কি/না তুই মেঘ পরী/কি নামে যে ডাকবো তোরে/ভেবেই মরি মরি/ও পরী রে শোন পরী তুই/ভাবিস না রে পর/আয় দুজন মিললা বাঁধি চান্দে কুঁড়েঘর- এমন কথার গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। ভিডিওতে মডেল হয়েছেন মাহবুব আলম শান ও তানিন তানহা। আছে আদিত্যের উপস্থিতিও।

গান ‘পরী’ প্রসঙ্গে উজ্জ্বল আদিত্য বলেন, এটি আমার ভীষণ শখের একটি গান। দীর্ঘ সময় ও শ্রমের ফসল ‘পরী’। কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে সময়োপযোগী মানসম্পন্ন একটি গান দাঁড় করানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, তা গানটি শুনে শ্রোতারাই বিচার করবেন। আর গানের সঙ্গে মিল রেখেই ভিডিওটি তৈরি হয়েছে। একজন উঠতি শিল্পী হিসেবে আমি চাই গানটি সবাই শুনুক-দেখুক। আমার বিশ্বাস গান ভিডিওটি সব শ্রেণীর দর্শক-শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়াবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশন’র ইউটিউব চ্যানেল রসগোল্লা থেকে গান ভিডিও ‘পরী’ প্রকাশ পায়।

ভিডিও: বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্র্রিল ২৮, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।