ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কঙ্গনা আমার মেয়ের মতো: মহেশ ভাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মে ২, ২০১৯
কঙ্গনা আমার মেয়ের মতো: মহেশ ভাট কঙ্গনা রনৌত- মহেশ ভাট

বলিউডে যাত্রার শুরুর দিকে কঙ্গনা রনৌতের সঙ্গে মহেশ ভাট খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল।

এমন অভিযোগের বিরুদ্ধে পাল্টা কোনো মন্তব্য করতে নারাজ বলিউডের খ্যাতনামা প্রবীন চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট।

তবে গঠনমূলক ব্যাখা দিয়ে মহেশ ভাট বলেন, কঙ্গনা আমার সন্তানের মতো।

তাকে অন্যভাবে চিন্তা করিনি। আর কঙ্গনার বলিউড যাত্রা শুরু হয়েছে আমার হাত ধরেই। আমাকে নিয়ে কেউ ভুল কিছু বললে আমি সেটার পাল্টা জবাব দিতে যাবো না। কারণ এগুলো সংঘাত তৈরি করে। সেটা না হোক। কঙ্গনাকে আমার সন্তানের জায়গায় রাখতে চাই।

মহেশ ভাট- কঙ্গনা রনৌত২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কঙ্গনার। সিনেমাটির প্রযোজনা করেন মহেশ ভাট। ঐ সিনেমায় কাজের সময় কঙ্গনার সঙ্গে খারাপ ব্যবহার করতে বলে তার বোনের অভিযোগ।

টুইটে রঙ্গোলির দাবি, ঐ সময়ে কঙ্গনার সঙ্গে শুধু বাজে আচরণ নয়, তার দিকে জুতো ছুড়েও মেরেছিলেন মহেশ।

তবে কঙ্গনার বোনের এমন অভিযোগ খোলাখুলি মুখ খুলতে নারাজ মহেশ ভাট।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ০২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।