ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নতুন সিনেমার ঘোষণা দিলেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মে ৪, ২০১৯
নতুন সিনেমার ঘোষণা দিলেন অঞ্জন দত্ত অঞ্জন দত্ত

এবার ‘সাহেবের কাটলেট’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী-নির্মাতা অঞ্জন দত্ত।

মূলত গানের মানুষ অঞ্জন দত্ত। তাই গান নিয়ে সিনেমাও নির্মাণ করেছেন তিনি।

এবারও গান নিয়ে নির্মাণ করবেন ‘সাহেবের কাটলেট’। তবে গানের সঙ্গে যোগ করছেন খাবার। অর্থাৎ সিনেমাশিল্পে অঞ্জনের এবারের প্রয়াস ‘মিউজিক্যাল ফুড ফিল্ম’।

নতুন সিনেমা প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, অচেতন নয়, সচেতন চিন্তা থেকেই এ সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে মিউজিক্যাল ফিল্ম করেছি। মিউজিক্যাল ফুড ফিল্ম কখনো করিনি। তাই এবার সঙ্গীত আর খাবারের মিশ্রণে একটি আনন্দঘন সিনেমা নির্মাণ করতে যাচ্ছি।

অঞ্জন দত্ততিনি আরও বলেন, মাঝখানে ডার্ক ঘরানার সিনেমা করেছি। মনে হচ্ছিলো, ভিন্ন কিছু করার। অনেকটা ‘চলো লেটস গো’র মতো। অবশ্য ‘সাহেবের কাটলেট’- এ বিশেষ কিছু বার্তা থাকবে। ভক্ত-অনুরাগীদের অনুরোধে একটা গানের অ্যালবামের কাজ করছি। এই অ্যালবামে পাঁচটি গান থাকবে সিনেমাটিতে। এরইমধ্যে গানগুলো আমি জলসায় গেয়েছি। শ্রোতাদের বেশ ভালো সাড়া পেয়েছি।  

সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত। এছাড়া আরও অভিনয় করবেন- অর্জুন চক্রবর্তী, সুপ্রভাত, কাঞ্চন মল্লিক, অম্বীশ ভট্রাচার্য প্রমুখ। তবে এখনো চলছে নায়িকা নির্বাচনের কাজ।

সিনেমাটি প্রযোজনা করছে ‘গ্রীনটাচ এন্টারটেনমেন্ট। এতে অঞ্জন দত্ত ছাড়াও আরও কয়েকজন শিল্পী গান করবেন। এর সঙ্গীত পরিচালনা করবেন নীল দত্ত।

আগামী ১৫ জুলাই থেকে কলকাতায় ‘সাহেবের কাটলেট’র শুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ০৪, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।