ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে নিশো-মেহজাবীনের বিচ্ছেদের গল্প!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ভালোবাসা দিবসে নিশো-মেহজাবীনের বিচ্ছেদের গল্প!

আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন নাটক নির্মাণ করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। প্রতি বছরের মতো এবারও তিনি চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন। ‘প্রতিদিন’ নামের এই নাটকে দেখা যাবে জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে।

নাটকটিতে বিচ্ছেদের ভিন্ন রকম এক গল্প দেখা যাবে। এর মধ্য দিয়ে বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন মনির খান শিমুল।

নাটকটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, গল্পটা মূলত বিয়ে বিচ্ছেদ হওয়া এক দম্পতিকে ঘিরে। তাদের বিচ্ছেদের পর একজনের যদি পুরনো সম্পর্কের প্রতি টান অনুভব হয় এবং সম্পর্কটা আবার আগের মতো করার সুযোগ না থাকে-তাহলে ঠিক কী কী ঘটতে পারে, তাই অনুসন্ধান করা হয়েছে।

ভালোবাসা দিবসে বিচ্ছেদের এই গল্পটি দর্শকদের নতুন ভালোবাসার জন্ম দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

‘প্রতিদিন’-এ আরও অভিনয় করেছেন শিরিন আলম, এ কে আজাদ সেতু, শোয়েব মনির, বাশার বাপ্পী প্রমুখ।

জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে ‘প্রতিদিন’ ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সিএমভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।