ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

গোপনে ক্যাটরিনার বিয়ে, কন্যাদান করলেন অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
গোপনে ক্যাটরিনার বিয়ে, কন্যাদান করলেন অমিতাভ বচ্চন!

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেম ও বিয়ের জল্পনার শেষ নেই। মাত্র সেদিনই তাকে ডিনার পার্টিতে যেতে দেখা গেল তার ‘অঘোষিত নতুন প্রেমিক’ ভিকি কৌশলের সঙ্গে। তবে এবার তার প্রেম আর শুধু প্রেমেই সীমাবদ্ধ থাকলো না। প্রেমের গুঞ্জন না কাটতেই বিয়ের ছবি প্রকাশ পেল লাস্যময়ী এই জনপ্রিয় অভিনেত্রীর। আর তা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। 

অনেকটা চুপিসারেই বিয়ের আয়োজন করা হয়েছিল। হালকা গোলাপী লেহেঙ্গায় বিয়ের আসরে ক্যাটকে লাগছিল মোহময়ী।

আর তার মা-বাবার ভূমিকায় দায়িত্ব পালন করেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।

আমন্ত্রিত অতিথিরা

ক্যাটের এই বিয়েতে উপস্থিত ছিলেন দক্ষিণের সুপারস্টার নাগার্জুন, প্রভু গণেশন ও শিব রাজকুমার।

বিয়েতে নাচেন বচ্চন দম্পতি

মেহেন্দি অনুষ্ঠানে জমিয়ে নাচেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চনসহ সকলে।  

নাচে যোগ দেন নববধূও

কিন্তু বলিউডের অত্যন্ত হাইপ্রোফাইল এই বিয়েতে খুব বেশি মানুষ নিমন্ত্রিত ছিলেন না।

সীমিত সংখ্যক অতিথি ছিলেন বিয়েতে

ক্যাটের বিয়েতে কন্যা সম্প্রদানের দায়ভার পড়েছিল বিগ-বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের উপর। ক্যাটরিনাকে হাত ধরে বিবাহ বাসরে নিয়ে আসা থেকে শুরু করে তাকে ছাদনাতলায় বসিয়ে দেওয়া সবটাই করেছেন অমিতাভ-জয়া।

কন্যা সম্প্রদান করেন অমিতাভ বচ্চন

কিন্তু কে হলেন ক্যাটরিনার বর? ক্যাটরিনার ভক্তরা স্বভাবতই খুব উদগ্রীব হয়ে গেছেন তা জানতে। তবে সুখবর হলো এতো তাড়াতাড়িই ভক্তদের হৃদয় ভাঙছেন না এই সুন্দরী। কারণ এই বিয়েটা তার রিয়েল লাইফের নয়, এটা তার রিল লাইফের বিয়ে।  

সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে এরকম বধূবেশে দেখা গেছে ক্যাটকে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।