ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তিন কণ্ঠে ‘বন্ধু তুমি ছবিতেই সুন্দর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
তিন কণ্ঠে ‘বন্ধু তুমি ছবিতেই সুন্দর’

সঙ্গীতশিল্পী লুৎফর হাসান, সেজুল হোসেন ও শান একসঙ্গে কণ্ঠ দিলেন একটি গানে। ‘বন্ধু তুমি ছবিতেই সুন্দর’ শিরোনামের গানটির কথা লিখেছেন সেজুল হোসেন আর সঙ্গীতায়োজন করেছেন শান।

সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ভিডিওচিত্র নির্মাণ করা হচ্ছে স্বপ্নসিঁড়ির ব্যানারে।

ভিডিওচিত্রে তিন শিল্পীকেই পাওয়া যাবে।

এ প্রসঙ্গে সেজুল হোসেন বলেন, আমি মূলত গান লিখি। গাওয়া হয়নি কখনো। এই গানে প্রথমবার কণ্ঠ দিয়েছি৷ এটি আড্ডার ঢঙে করা। সাধারণত আমরা আউটলুক দেখে মুগ্ধ হই, কিন্তু মনের অন্দরে উঁকি দেওয়ার পর সেই মুগ্ধতা আর থাকে না। এটি অনেকটা মোহভঙ্গের গান৷

‘ঘুড়ি’ দিয়ে বাজিমাৎ, এরপর আরও অসংখ্য শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। গান লিখে সেজুল হোসেন জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর ‘কন্যা রে’ গানে ব্যাপক সাড়া ফেলেন শান। তাদের তিনজনই ‘বন্ধু তুমি ছবিতেই সুন্দর’ গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জানা যায়, শিগগির সেজুল হোসেন ইউটিউব চ্যানেলে ‘বন্ধু তুমি ছবিতেই সুন্দর’ ভিডিওসহ গানটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।