ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার জুটি বাঁধলেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
প্রথমবার জুটি বাঁধলেন তারা

ঋণে জর্জরিত জাহিদ হাসান। হঠাৎ একদিন তিনি প্রচুর টাকার মালিক হয়ে যান। ফলে তার মধ্যে আমূল পরিবর্তন আসে।

পার্সোনাল সেক্রেটারি বা পিএস হিসেবে ফারিয়া শাহরিনকে নিয়োগ দেন তিনি। কিন্তু এতেই ঘটে বিপত্তি! হামেদ হাসান নোমানের রচনায় এমনই গল্পে একটি নাটক নির্মাণ করলেন শুভ্র খান।

 

নাটকটির মধ্যে দিয়ে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। নাটকের নাম ‘ছাপ্পর ফাইরা দিছে’।

সম্প্রতি রাজধানীর তিনশ’ ফিট ও গুলশানের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং।  

এ প্রসঙ্গে শুভ্র খান বলেন, হাস্যরসাত্মক গল্পের ছলে নাটকটিতে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এই নাটকের মধ্যে জাহিদ হাসান ভাই ও ফারিয়া শাহরিন প্রথমবার অভিনয় করলেন। আশা করছি সবার ভালো লাগবে।

ফারিয়া শাহরিন বলেন, আমি ছোটবেলা থেকে জাহিদ ভাইয়ের বড় ভক্ত। উনার সঙ্গে পর্দা ভাগ করতে পারাটা খুবই আনন্দের। কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি।  

নির্মাতা জানান, আসছে ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন আরটিভিতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।