ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভাঙা হৃদয় জোড়া লাগালেন ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
ভাঙা হৃদয় জোড়া লাগালেন ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন ব্রাড পিট ও জেনিফার অ্যানিস্টন

হলিউডের সাবেক জুটি ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন আবারও ফিরে গেছেন তাদের পুরনো প্রেমের দিনে। জেনিফারকে ছেড়ে অ্যাঞ্জেলিনা জোলিকে বিয়ে করেছিলেন পিট। তারপর সে ঘরও ভেঙেছে। কিন্তু পিটের প্রতি জেনিফারের ভালোবাসা এখনও আগের মতোই অটুট। তাইতো গেল সপ্তাহে আবারও রোমাঞ্চ করলেন তারা।

গত সপ্তাহে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন হলিউডের সাবেক এই আলোচিত জুটি। কিন্তু তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে একদম হাঁড়ির খবর।

আলো ঝলমলে মঞ্চে উপস্থিত হওয়ার আগে গত সপ্তাহেই তারা অন্তত পাঁচবার একসঙ্গে সময় কাটিয়েছেন।

জেনিফার অ্যানিস্টনের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেই বলেন, ‘আমি মনে করি না জেনিফার কখনোই তাকে ভালোবাসা থামিয়েছেন। এমনকি পিট যখন অ্যাঞ্জেলিনার জন্য তার হৃদয় ভেঙে চলে যান, তখনও। ’

‘অনেক সময় লাগলেও জেনিফার সবকিছুর জন্যই পিটকে ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমাই তাদের এগিয়ে চলতে ভূমিকা রেখেছে,’ যোগ করেন তিনি।

অন্যদিকে ব্র্যাড পিটের মুভি প্রোডাকশন কোম্পানি ‘প্লান বি’র দীর্ঘদিনের এক সহযোগী নিশ্চিত করেন, ‘পিটের মুখে জেনিফারের কথা খুব শোনা যায়। তারা তাদের রোমাঞ্চকে পুনরায় সজীব করে তুলেছেন। তাদেরকে এতটা সুখী আমি অনেক বছর দেখিনি। ’

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড উৎসবে জেনিফার অ্যানিস্টন যখন সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করে তার বক্তব্য দেন, তখন টিভি ক্যামেরায় ব্র্যাড পিটের মুখে ধরা পড়ে উচ্ছ্বাস, ‘ওহ্! ওয়াও!’

পরবর্তীতে মঞ্চের পেছনে এই জুটিকে হাতে হাত আঁকড়ে ধরে পরস্পরের দিকে উষ্ণ হাসি বিনিময় করতে দেখা যায়।

সবার সামনে তাদের এই পুনর্মিলন প্রসঙ্গে জিজ্ঞাসা করলে জেনিফার অ্যানিস্টন বলেন, ‘মনে হচ্ছে, পরস্পরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এটা সত্যিই খুব দারুণ একটি রাত। আমরা একসঙ্গে আরও বেড়ে উঠেছি, সত্যিই। ’

আর নাটের গুরু ব্র্যাড পিট বলেন, ‘আমি কিছু জানি না। নিষ্পাপ ও সহজ-সরল মানুষ আমি। আর আমি এরকমই থাকব। ’

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।