ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আমি আশাবাদি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে: ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
আমি আশাবাদি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে: ন্যানসি ন্যানসি

সম্প্রতি একইদিনে নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি। গান দুটি নিয়ে বেশ উচ্ছ্বাসের কথা জানালেন জনপ্রিয় এই গায়িকা।

এর মধ্যে একটি গানের শিরোনাম ‘ঘুমন্ত মন’। জামাল হোসেনের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন।

আরেকটি গানের শিরোনাম ‘শ্রাবণ নিশি’। একই গীতিকবির কথায় এ গানের সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজনে মুশফিক লিটু।

গানগুলো প্রসঙ্গে ন্যানসি বাংলানউজকে বলেন, কথা-সুর ও সংগীত মিলিয়ে দারুণ দুটি কাজ হয়েছে। আমি আশাবাদি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। এখন তো গানের ভিডিও একটা ব্যাপার। সেটা যদি ব্যাটে-বলে ঠিকঠাক করা যায়, তাহলে গান দুটি দর্শক-শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।

এদিকে অডিও-ভিডিও ও সিনেমার গানের পাশাপাশি ন্যানসি বর্তমানে স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।