ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এনআরসি থেকে রক্ষার অভিনব কৌশল জানালেন রাখি সাওয়ান্ত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এনআরসি থেকে রক্ষার অভিনব কৌশল জানালেন রাখি সাওয়ান্ত! রাখি সাওয়ান্ত

বিতর্কিত নাগরিকত্ব আইন (এনআরসি) থেকে রক্ষার অভিনব কৌশল জানালেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় এই অভিনেত্রী বলেন, এখন থেকে এনআরসি এবং সিএএ নিয়ে ভাবার দরকার নেই। যাদের কাছে এ সংক্রান্ত উপযুক্ত কাগজপত্র নেই, তারা ব্যাংক থেকে মোটা অংকের লোন নিন।

তাহলে দেখবেন ব্যাংক সমস্ত কাগজপত্র আপনাকে গুছিয়ে দেবে এবং এ দেশ থেকে আপনাকে আর যেতে হবে না।

গেলো বছর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে রাখি সাওয়ান্ত গাঁটছড়া বাঁধেন বলে দাবি করেন। এনআরআই পাত্র রিতেশের সঙ্গেই তিনি সাতপাকে বাঁধা পড়েন বলে দাবি করেন টেলিভিশনের ড্রামা কুইন। শুধু তাই নয়, রাখি সাওয়ান্তের স্বামী রিতেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় কর্মরত বলেও দাবি করেন টেলিভিশনের জনপ্রিয় এই মুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।