ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’

বছরের আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং শেষ হয়েছে জানুয়ারি তৃতীয় সপ্তাহে। বর্তমানে সিনেমাটি আছে ডাবিং ও সম্পাদনার টেবিলে। আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে শুটিং শেষ হতে না হতেই ‘মিশন এক্সট্রিম’র প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তির জন্য সিনেমাটির বুকিং পেয়েছে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার সানী সানোয়ার বলেন, অস্ট্রেলিয়াভিত্তিক পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মসের সঙ্গে কপ ক্রিয়েশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মতে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অঞ্চলে ‘মিশন এক্সট্রিম: প্রথম খণ্ড’ পরিবেশন করবে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সিনেমাটি মুক্তি পাবে।

তিনি আরও বলেন, বঙ্গজ ফিল্মস এর আগে আমাদের ‘ঢাকা অ্যাটাক’ সফলভাবে পরিবেশন করেছে। তাই নতুন সিনেমাতেও তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। আরও বেশ কয়েকটি দেশের পরিবেশকদের সঙ্গে আমাদের কথা চলছে।  

বঙ্গজ ফিল্মের কর্ণধার তানিম মান্নান জানান, আমরা খুব আনন্দিত যে প্রতিযোগিতামূলক পরিবেশে প্রবাসীদের মাঝে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ পরিবেশন করার সুযোগ পেয়েছি।  

জানা যায়, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে ২৮টি সিনেমা পরিবেশনা করা হয়েছে। যার মধ্যে ১২টিই ছিল বাংলাদেশি সিনেমা।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগতা জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া এর দুই পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম’সহ অনেকে। কয়েকজন শিল্পীকে শুধু এক পর্বেই দেখা যাবে।

ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।