ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মিজানের কথায় গাইলেন সামিনা-বেলাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
মিজানের কথায় গাইলেন সামিনা-বেলাল

এ মিজানের কথায় ‘আমি তোমার কই’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও বেলাল খান। গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী আর কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান নিজেই। পুরো গানটি তৈরি হয়েছে এক রাতে।

মূলত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আসরে পরিবেশনের জন্য গানটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হবিগঞ্জের দ্যা প্যালেসে সংগীতের এই মহাযজ্ঞের ১৪তম আসর অনুষ্ঠিত হবে।

এ আয়োজনে বিশেষ চমক হিসাবে মৌলিক এই গানটি পরিবেশন করবেন সামিনা চৌধুরী ও বেলাল খান।

এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, হঠাৎ করেই এ গানটির পরিকল্পনা করা। গানটি এক রাতে তৈরি হয়েছে। অল্প সময়ে এতো সুন্দর কথার ও সুরের গান হয়েছে, সত্যি অবাক করার মতো।

গীতিকবি এ মিজান বলেন, সামিনা আপার মতো গুণী শিল্পীর জন্য গান লেখা বেশ দুরহ ব্যাপার।  গানটির জন্য মাত্র কয়েক ঘণ্টা সময় ছিল আমাদের। আমরা সবাই নিজেদের সবোর্চ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি।  

জানা গেছে, গানটি মঞ্চে পরিবেশনার পর শিগগিরই ইউটিউবে প্রকাশ করা হবে।

২০০৪ সালে থেকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এবারের আসর আধুনিক গানে অসামান্য অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর। এছাড়াও বেশ কয়েকটি বিভাগে শিল্পীদের পুরস্কার দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।