ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তুরঙ্গমীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে কর্মশালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
তুরঙ্গমীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে কর্মশালা

বাংলাদেশের নাচে পেশাদারিত্ব প্রতিষ্ঠিত করা এবং দেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্য ২০১৪ সালের ৩১ জানুয়ারি যাত্রা শুরু করে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। শুক্রবার (৩১ জানুয়ারি) প্রতিষ্ঠানটি ষষ্ঠ বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করছে।

বাংলাদেশের প্রথম নাচভিত্তিক এই রেপার্টরি প্রতিষ্ঠা করেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। ২০১৮ সালে তুরঙ্গমীর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে তুরঙ্গমী স্কুল অফ ড্যান্সেরও যাত্রা শুরু হয়।

এটি বাংলাদেশের প্রথম ইউনেস্কো স্বীকৃত নাচের স্কুল।  

তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত বলেন, ছয় বছরে দর্শক, শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে যে চমৎকার সাড়া পেয়েছি তাতে আমরা আপ্লুত, আনন্দিত ও সম্মানিত। তাই এই আনন্দকে উদযাপন করতে আমরা ‘চমৎকৃত৬’ শিরোনামে একটি ভিডিও নির্মাণ করেছি যা মূলত তুরঙ্গমীকে নিয়ে আমাদের সদস্যদের অনুভূতির সংকলন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ঢাকার নিউ ইস্কাটনে তুরঙ্গমীর নিজস্ব স্টুডিওতে কোরিওগ্রাফি ও নৃত্য প্রযোজনা নির্মাণ কৌশলের উপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। কর্মশালাটি বিনামূল্যে নৃত্যে পারদর্শী শিল্পীদের জন্য উন্মুক্ত থাকবে।  

কর্মশালা থেকে নির্বাচিত নৃত্যশিল্পীরা তুরঙ্গমীর সঙ্গে পেশাদারভিত্তিতে কাজ করতে এবং এপ্রিল মাসে একটি আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।