ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বাইক চালিয়ে ভাইরাল সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
বাইক চালিয়ে ভাইরাল সোনাক্ষী সোনাক্ষী সিনহা

তারকারা ভিন্ন কিছু করলেই আলোচনায় চলে আসেন। সেটি নেতিবাচক হলে হন সমালোচিত। তবে আলোচনা-সমালোচনার চেয়ে আজকাল তারকারা নতুন কিছু করলেই ভাইরাল হয়ে যান।

হ্যাঁ, মুম্বাইয়ের রাস্তায় বাইক চালিয়েছেন ভাইরাল হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।  

শুক্রবার (৩১ জানুয়ারি) মুম্বাইয়ের রাস্তায় বাইক নিয়ে বের হন সোনাক্ষী।

লাল রঙের সেই বুলেট বাইক যখন চালাচ্ছিলেন, তখন আশেপাশের মানুষ উচ্ছ্বাসের সঙ্গে তাকে দেখছিলেন। ফটোগ্রাফাররা বন্দি করেছেন সেই মুহূর্ত, আর ভিডিও আকারেও ছড়িয়ে গেছে সেটা।

মাথায় হেলমেট পরা থাকলেও সোনাক্ষীকে চিনতে ভুল করেনি কেউ। তাই রাস্তায় গাড়িগুলোও ধীরগতি হয়ে যায়। সবাই তাকে দেখতে থাকে। পরে তিনি বললেন, রাস্তা বন্ধ না করতে। এরপর নিজের মতো করে বাইক চালিয়ে চলে গেলেন সোনাক্ষী।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।