ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

গানচিত্রে এফ এ সুমনের ‘বোঝো না বোঝো না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
গানচিত্রে এফ এ সুমনের ‘বোঝো না বোঝো না’ এফ এ সুমন

ভিতর কান্দে’খ্যাত সংগীতশিল্পী এফ এ সুমন। গানটির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান এই গায়ক। এরপর একে একে ‘যাদুরে’, ‘মন মুনিয়া’, ‘দরদীয়া’, ‘সখীরে’, ‘বন্ধুরে তোর বুকের ভিতর’সহ আরও বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন তিনি।

এবার সুমনের কণ্ঠে প্রকাশ পেলো ‘বোঝো না বোঝো না’ শিরোনামে নতুন গান। আহমেদ রিজভীর কথায় গানটির সুর করেছেন অভি আকাশ।

সংগীতায়োজনে মুশফিক লিটু।

নির্মিত হয়েছে গানটির সাবলীল ভিডিও। নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওতে মডেল হয়েছেন রাজ ও সিনহা। আছে সংগীতশিল্পী এফ এ সুমনের উপস্থিতিও।

গানটির দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান ও গানসংশ্লিষ্ট প্রত্যেকে।

শনিবার (৩১ জানুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গান-ভিডিও ‘বোঝো না বোঝো না’।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।