ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কাশ্মীরে মধুচন্দ্রিমায় যাবেন আলিয়া-রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
কাশ্মীরে মধুচন্দ্রিমায় যাবেন আলিয়া-রণবীর

বলিউডের আলোচিত প্রেমিক জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ভক্তদের প্রতীক্ষা এবার শেষ হচ্ছে। নানান সময়ে তাদের বিয়ে নিয়ে গুঞ্জন-আলোচনা চললেও, পারিবারিক সম্মতিতে এবার তাদের গাঁটছড়া বাঁধা সময়ের অপেক্ষা মাত্র। এমনকি মধুচন্দ্রিমার স্থানও ঠিক হয়ে গেছে।

বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও এবার আলিয়া-রণবীরের মধুচন্দ্রিমার খবর এলো। বিয়ের পর তারা ভূস্বর্গ কাশ্মীরে মধুচন্দ্রিমা করতে চান বলে কানাকানি চলছে।

আর এ সিদ্ধান্ত হয়েছে আলিয়ার ইচ্ছানুসারে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের আগেই রণবীর-আলিয়ার প্রেমের খবর চাউর হয়ে যায়। আর অয়ণ মুখার্জি পরিচালিত এই ছবির সেটেই ঘনিষ্ঠতা বাড়ে তাদের।

জানা গেছে, এই দুই বলিউড তারকার ‘হাইপ্রোফাইল’ পরিবার তাদের সম্পর্ককে স্বীকার করে নিয়েছেন।
ঋষি কাপুর নিউইয়র্ক থেকে ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরলে রণবীর-আলিয়ার চার হাত হবে বলে শোনা যাচ্ছিল। ঋষি কাপুর দেশে ফিরেছেন। তবে এখনো বাজেনি এই দুই পরিবারে বিয়ের সানাই।

দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, এ বছরই সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। এরপরই তারা মধুচন্দ্রিমায় যাবেন কাশ্মীরে।

এ বছরই মুক্তি পেতে চলেছে আলিয়া ও রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’। এই প্রথম পর্দায় জুটি বেঁধে আসতে চলেছেন বাস্তবের এই জুটি। অয়ণ মুখার্জি পরিচালিত এই সিনেমায় অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়সহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।