ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শিল্পার সঙ্গে দেব, যা বললেন রুক্মিণী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
শিল্পার সঙ্গে দেব, যা বললেন রুক্মিণী দেব ও শিল্পা

সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে একটি ছবি শেয়ার করেন টলিউডের জনপ্রিয় নায়ক দেব। একটি আর্টহাউজ উদ্বোধনের জন্য পশ্চিমবঙ্গে আসেন শিল্পা। সেখানে আমন্ত্রিত ছিলেন দেবও। 

সেই অনুষ্ঠানেরই শিল্পার সঙ্গের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন দেব। ছবিটিতে শিল্পার সঙ্গে দারুণ মানিয়েছে দেবকে।

হলুদ টি-শার্টে এক্কেবারে পারফেক্ট। আর দেব-শিল্পার ওই ছবি দেখেই দেবের গুড ফ্রেন্ড রুক্মিণী লিখেছেন ‘এই শয়তান’।

দেব ও রুক্মিণী তবে কী শিল্পার সঙ্গে দেবের ওই ছবি দেখে রুক্মিণী একটু হিংসুটে হয়ে গেলেন?  না কী নিছকই মজা? মজা বা ঈর্ষা যাই হোক না কেনো রুক্মিণীর ওই কমেন্ট নেটিজেনরা যে বেশ উপভোগ করেছেন তা হলফ করেই বলা যায়।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।