ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভারতের শানের সঙ্গে বাংলাদেশের সনিয়া নুসরাত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
ভারতের শানের সঙ্গে বাংলাদেশের সনিয়া নুসরাত শান ও সনিয়া

ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শান। হিন্দি-বাংলা দুই ভাষার গান গেয়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বাংলাদেশের একাধিক সিনেমায় প্লেব্যাক করে আরও আপন হয়েছেন বাংলাদেশের ভক্তকুলের কাছে।

জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে এবার গাইলেন বাংলাদেশের প্রতিভাবান কণ্ঠশিল্পী সনিয়া নুসরাত।  
শান ও সনিয়া নুসরাতের এ গানের শিরোনাম ‘কেনো মন হারালো’।

গানটির অডিওর কাজ সম্পন্ন হয়েছে ভারতে। রাজিব দত্তের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ডাব্বু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

স্বরাজ দেবের ভিডিও পরিচালনায় গানে মডেল হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত।  
এ গান সম্পর্কে সনিয়া নুসরাত জানালেন, আমার খুব পছন্দের একজন শিল্পী শান। শানের গায়কীর স্বভাবসুলভ মেলোডির পুরোটাই পাওয়া গেছে এ গানে। আমিও আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। সুরে কিছুটা নতুনত্ব থাকলেও এ ঘরানার গান শান আগেও গেয়েছেন। তাই আশা করছি গানটি ভালো লাগবে।  

শান জানান, সনিয়া নুসরাতের গায়কীতে ভিন্নতা আছে। ওর কণ্ঠ মেলোডিয়াস। ভালো গেয়েছে মেয়েটা। আমি আশাবাদি, দুই বাংলার শ্রোতারা গ্রহণ করবেন এ গান।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কেনো মন হারালো’। এছাড়া গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাশে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।