ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মীর সাব্বিরের প্রথম সিনেমার নায়ক তানভীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
মীর সাব্বিরের প্রথম সিনেমার নায়ক তানভীর

প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন নন্দিত অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। ‘রাত জাগা ফুল’ নামের সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং।

এ সিনেমার নায়িকা নবাগত জান্নাতুল ফেরদৌস ঐশী। এটি পুরনো খবর হলেও, নতুন খবর হচ্ছে তার বিপরীতে নায়ক হয়েছেন ‘গহীন বালুচর’খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর।

সিনেমাটি সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে ‘রাত জাগা ফুল’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত বছর ডিসেম্বরে। বরিশালসহ ঢাকার বেশকিছু জায়গায় এর শুটিং হয়েছে। তানভীর ও ঐশী দু’জনই শুটিংয়ে অংশ নিয়েছেন।

‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সিনেমাটিতে আরও অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, মাজনুন মিজান প্রমুখ।

২০১৭ সালে ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তানভীরের। কিছুদিন আগে সৈকত নাসির পরিচালিত ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।