ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শচীন দেব বর্মন-কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে সজীব ও প্রমির গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
শচীন দেব বর্মন-কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে সজীব ও প্রমির গান শচীন দেব বর্মন-কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন সজীব ও প্রমির গান

কিংবদন্তি শচীন দেব বর্মন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গান-ভিডিও প্রকাশ করছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব ও তামান্না প্রমি।

গানের শিরোনাম ‘যদি তারে নাই চিনি গো’। রবীন্দ্রনাথের এ গানে অনুপ্রাণিত হয়ে হিন্দি ভার্সন তৈরি করেন সংগীতজ্ঞ শচীন দেব বর্মন।

দুজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবার সেই গানটির বাংলা-হিন্দি দুটো ভার্সনই একটি ট্র্যাকে গেয়েছেন সজীব ও প্রমি। এর সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রজিৎ দে।

এরই মধ্যে গানটির ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সময় চূড়ান্ত না হলেও অচিরেই স্বপ্নীল সজীবের অফিসিয়াল ইউটিউবে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।

সজীব বলেন, ফেব্রুয়ারি উৎসবের মাস। এই মাসে আমরা বসন্ত উৎসব করি, ভালোবাসা দিবস উৎযাপন করি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন করি। এমন একটি মাসে নিজের চ্যানেল থেকে গানটি প্রকাশ করতে যাচ্ছি ভেবে খুবই ভালোলাগা কাজ করছে। অবশ্য এখন থেকে নিয়মিত নিজের চ্যানেল থেকে গান ছাড়বো। সবার শুভকামনা-ভালোবাসা চাই।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।