ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঋষি কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঋষি কাপুর

ক্যানসারকে জয় করে কিছুদিন আগেই বাড়ি ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। কিন্তু আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শনিবার রাতে তাকে জরুরী ভিত্তিতে ভর্তি হতে হয়েছে দিল্লির এক হাসপাতালে।

জরুরী হাসপাতালে ভর্তি হওয়ার বিস্তারিত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ইতোমধ্যেই বান্ধবী আলিয়া ভাটকে নিয়ে দিল্লি পৌঁছে গেছেন ঋষিপুত্র রণবীর কাপুর।

তাদের সঙ্গে রয়েছেন ঋষির স্ত্রী নিতু কাপুরও।

অভিনেতা আরমান জৈনের মেহেন্দির অনুষ্ঠান ছিল শনিবার। বলিউডের তাবড় তারকারা সেখানে ভিড় করলেও দেখা যায়নি ঋষি-নিতু এবং রণবীর-আলিয়াকে। তখনই জানা যায়, ঋষি কাপুরের অসুস্থতার জন্যই ওই অনুষ্ঠানে আসতে পারেননি তারা।

গত বছর ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে। প্রায় এক বছর নিউইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সুস্থ হয়ে দেশে ফেরেন কিছুদিন আগে। কিন্তু আবারো হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঋষির ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।