ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তির তারিখ। চলতি বছর ৪ ডিসেম্বর ট্রিলজি সিনেমাটির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে পাঁচ ভাষায় মুক্তি পাবে।

রোববার (০২ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রযোজক করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।  

ইন্সটাগ্রামে ‘ব্রহ্মাস্ত্র’ টিমের একটি ছবি শেয়ার করে করণ লেখেন, এটা চূড়ান্ত! ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে ২০২০ সালের ৪ ডিসেম্বর।

একসঙ্গে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।  

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ শুরুতে গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমার কাজ শেষ না করতে পারায় নির্মাতা মুক্তির সময় পেছান। অবশেষে চলতি বছরের শেষে প্রতীক্ষিত সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।  

ধর্ম প্রোডাকশনের ব্যানারে বিজ্ঞান কল্পকাহিনীতে নির্মাণাধীন বলিউডের প্রথম ট্রিলজিটি বুলগেরিয়া, নিউইয়র্কসহ ভারতের বিভিন্ন রাজ্যে শুটিং হয়েছে। সিনেমাটির বিশেষ চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। আরও রয়েছেন নাগার্জুন, মৌনী রায় ও ডিম্পল কাপাড়িয়াসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।