ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শ্রীপর্ণা রায়ের ‘দ্য লিজেন্ডস’ অ্যালবামের কভার সং প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
শ্রীপর্ণা রায়ের ‘দ্য লিজেন্ডস’ অ্যালবামের কভার সং প্রকাশ

ভারত ও বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীপর্ণা রায়। রোববার (০২ ফেব্রুয়ারি) তার একক অ্যালবাম ‘দ্য লিজেন্ডস’র কভার সং প্রকাশ পেয়েছে।

শ্রীপর্ণা রায়ের ইউটিউব চ্যানেলফেসবুক পেজে প্রকাশ হয়েছে গানটি। এই সংগীতশিল্পীর জাদুকরী কণ্ঠে ‘তু হি রে’ এবং ‘পেয়ার কা নাগমা হে’ শিরোনামের গান দু’টি প্রকাশের পরপরই ভিউয়ারদের মন জয় করে নিচ্ছে।

‘দ্য লিজেন্ডস’ অ্যালবামে রয়েছে পাঁচটি পুরনো গান। এই পাঁচ গানের মধ্যে দু’টি গান মুক্তি দেওয়া হয়েছে। গানগুলো রেকর্ড ও ভিডিও ধারণ করা হয়েছে কলকাতার বিখ্যাত স্টুডিও ‘অপেরা’তে। গানগুলোর মিউজিক কম্পোজ করেছেন শুভজিৎ বড়ুয়া।

শ্রীপর্ণা রায়

কভার সং প্রকাশ করার পর অনুভূতি জানতে চাইলে শ্রীপর্ণা রায় বলেন, আমার একক অ্যালবাম ‘দ্য লিজেন্ডস’র কভার সং এটা। খুবই ভালো লাগছে। এই অ্যালবামের ৫টি গানই পুরনো। পুরনো গানগুলোকে নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর মাধ্যমে লিজেন্ডদের সম্মান জানিয়েছি।

দর্শকদের উদ্দেশে গুণী এই শিল্পী বলেন, আপনারা আমার পেজে যুক্ত থাকুন। আপনাদের ভালো ও মন্দ লাগার কথা জানান। আমি চেষ্টা করব গানের মাধ্যমে আপনাদের মনের তৃষ্ণা মেটানোর। ‘দ্য লিজেন্ডস’ অ্যালবামের দুটি গান প্রকাশ হয়েছে। একে একে আরো তিনটি গান রিলিজ হবে। আশা করি সবার ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।