ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভূতের কবলে ভিকি কৌশল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
ভূতের কবলে ভিকি কৌশল

প্রথম ঝলকেই শিড়দাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল ভয়ের চোরা স্রোত। এবার ভৌতিক সিনেমা ‘ভূত: দ্য হন্টেড শিপ’র ট্রেলার নিয়ে হাজির হলেন ‘উরি’খ্যাত বলিউড অভিনেতা ভিকি কৌশল। এ সিনেমায় ভিকির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী ভূমি পেড়নেকর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সিনেমাটির ট্রেলার সামাজিক মাধ্যমে শেয়ার করেন বলিউডের অন্যতম শীর্ষ চিত্রনির্মাতা করণ জোহর।

এর আগে সিনেমাটির টিজারে দেখা গিয়েছিল একটি পরিত্যাক্ত জাহাজের ভিতরে হাঁটছেন ভিকি কৌশল।

একটি হাতের ছাপ অনুসরণ করে তিনি সামনের একটি ঘরে ঢোকেন। দেখেন দেওয়ালে তার মুখ প্লাস্টার করা রয়েছে। চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। চোখের পলকে অনেকগুলি হাত বেরিয়ে তাকে সেই দেওয়ালের ভিতরে টেনে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও রেহাই পান না ভিকি।

নবাগত পরিচালক ভানু প্রতাপ সিংয়ের এই সিনেমা প্রযোজনা করেছেন হিরু যশ জোহর, অপূর্ব মেহতা, শশাঙ্ক খৈতান ও করণ জোহর।  

শুরুতে ২০১৯ সালের ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘ভূত’। পরে তারিখ পাল্টাতে হয় আয়ুষ্মান খুরানার ‘বালা’র জন্যে। ‘ভূত: দ্য হন্টেড শিপ’ মুক্তির নতুন তারিখ আগামী ২১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।