ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নাট্য নির্মাতা ও প্রযোজক শেখ রিয়াজউদ্দিন বাদশাহ আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
নাট্য নির্মাতা ও প্রযোজক শেখ রিয়াজউদ্দিন বাদশাহ আর নেই শেখ রিয়াজউদ্দিন বাদশা

না ফেরার দেশে চলে গেলেন নাট্য নির্মাতা ও প্রযোজক শেখ রিয়াজউদ্দিন বাদশা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাদশাহ বাংলাদেশ টেলিভিশনের নাট্য নির্মাতা ও মহাব্যবস্থাপক ছিলেন। বড় আয়োজনের অনেক অনুষ্ঠান নির্মাণ করে নাম কুড়িয়েছিলেন তিনি।

আর ঈদ ম্যাগাজিনের নির্মাতা হিসেবে তিনিই ছিলেন সবার শীর্ষে।  

অর্ধযুগ আগে শেখ রিয়াজউদ্দিন বাদশাহ যুক্তরাষ্ট্র প্রবাসী হন। পরিবার নিয়ে থাকতেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। প্রবাসে বেশ কিছু সামাজিক প্রামাণ্যচিত্র বানিয়েছেন তিনি।  

জানা গেছে, শেখ রিয়াজউদ্দিন বাদশাহকে সমাধিস্থ করা হবে বাংলাদেশের মানিকগঞ্জে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।