ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে আসছে পৃথ্বীরাজের শেষ গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
প্রকাশ্যে আসছে পৃথ্বীরাজের শেষ গান

কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ গত ডিসেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান। তিনি মারা যাওয়ার আগে সর্বশেষ অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমার দুটি গান তৈরি করছিলেন।

সিনেমার গান দু’টির মধ্যে একটি ছিল রবীন্দ্রসংগীত ‘হৃদয়ের একুল ওকুল’। এর সংগীত পরিচালনা করেছিলেন তিনি।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জানে। এই গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন সিনেমার পরিচালক ও প্রযোজক।  

এ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, আমার সিনেমায় দুটি গান করে দেওয়ার চুক্তি ছিল পৃথ্বীরাজের। সেই মোতাবেক তিনি কাজও করছিলেন। দুটির মধ্যে একটি গান শেষ করে দ্বিতীয়টির কাজ ধরেছিলেন। তিনি মারা যাওয়ার আগের রাতেও আমার সঙ্গে কথা বলেন।  কিন্তু হঠাৎ সব এলোমেলো করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই মেধাবী গানের মানুষ। আগামী মাসেই আমরা তার সর্বশেষ এই গানটি প্রকাশ করবো। এ নিয়ে এখন কাজ করছি।

সিনেমাটির অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ ও অর্পন কর্মকার। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ওএফবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।