ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

১৯ ফেব্রুয়ারি টিভি পর্দায় ‘ফাগুন হাওয়ায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
১৯ ফেব্রুয়ারি টিভি পর্দায় ‘ফাগুন হাওয়ায়’ সিয়াম-তিশা

১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। এটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ। নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ জুটির এ সিনেমায় আছেন বলিউড অভিনেতা ইয়াসপাল শর্মাও। 

১৯৫২ সালে বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।

 

সিনেমাটতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হোসেন আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদ প্রমুখ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা  ৫মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের এ সিনেমা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।