ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবস উপলক্ষে ইলিয়াস-অরিন জুটির দ্বৈতগান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ভালোবাসা দিবস উপলক্ষে ইলিয়াস-অরিন জুটির দ্বৈতগান অরিন-ইলিয়াস

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে ইলিয়াস-অরিনের কণ্ঠে নতুন দ্বৈতগান ‘তোমার কী হিংসে হয়’। 

তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন ইলিয়াস হোসাইন নিজেই। সংগীতায়োজনে সজীব দাস।

এ গান প্রসঙ্গে ইলিয়াস বলেন, আমাকে ভালোবাসতে হলে আরও কাছে আসতে হবে, আমাকে ভালোবাসতে হলে বুকের মাঝে ভাসতে হবে, আমাকে সবাই ভালোবাসে তোমার কী হিংসে হয়?- রোমান্টিক কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। তাই সুর করেছি। সংগীতায়োজনও হয়েছে চমৎকার। আশা করছি গানটি ভালো লাগবে সবার।  

অরিন বলেন, আমাদের জুটির ‘না বলা কথা’ থেকে শুরু করে বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে।  

সজীব দাস বলেন, মিউজিক করেছি ইডিএম ধাঁচের। গানে শ্রোতারা নতুনত্ব খুঁজে পাবেন। এ ধরনের গানে ইলিয়াস অরিন প্রথম কণ্ঠ দিয়েছেন। গানটি নিয়ে আমি আশাবাদি।  

গীতিকার তারেক আনন্দ বলেন, ইলিয়াস হোসাইন ও অরিনের গাওয়া ‘কাছাকাছি’ গানের মাধ্যমে অগণিত শ্রোতার ভালোবাসা পেয়েছি। আশা রাখি, এ গানটিও শ্রোতারা পছন্দ করবেন।

সংগীতা থেকে প্রকাশ পাওয়া এ গানের ভিডিও নির্মাণ করেছেন মাইনুল হাসান খোকন। এতে মডেল হয়েছেন প্রিন্স ও আইরিন ইরানি।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।