ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গানচিত্রে সোহেল রাজের ‘বহুদূর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
গানচিত্রে সোহেল রাজের ‘বহুদূর’ সোহেল রাজ

নিজের পাশাপাশি অন্য শিল্পীদের জন্য নিয়মিত গান তৈরি করছেন তরুণ সংগীতশিল্পী ও পরিচালক সোহেল রাজ। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে এ গায়কের নতুন গান-ভিডিও। শিরোনাম ‘বহুদূর’।

গানটির কথা-সুর করেছেন কবি সাহাব উদ্দিন রাব্বানি। গাওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন সোহেল রাজ নিজেই।

 

এ গানের গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন কামরুজ্জামান পুতুল। এতে মডেল হয়েছেন আনন খান ও মৌমিতা মৌমি।

এ গান প্রসঙ্গে সোহেল রাজ বলেন, ভিডিওতে প্রকাশ পেলেও এটি কান দিয়ে শোনার গান। ভালো কথা-সুরের গান। ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটি কাজ। আমি চাই, শ্রোতারা গানটি শুনুক। আশা করি, কেউ নিরাশ হবেন না।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।