ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ নাটক ‘ভুল গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ নাটক ‘ভুল গল্প’

সহজ-সরল আনারুল ইউটিউবে ভিডিও পোস্ট করে শুধু নিজের এলাকায় নয়, সারাদেশে পরিচিত পেয়েছেন। জনপ্রিয়তার কারণে এলাকার এমপি মারা যাওয়ার পর উপ-নির্বাচনে এলাকাবাসীর চাপে তাকে স্বতন্ত্র প্রার্থী হতে হয়।

কিন্তু আনারুলকে এমপি প্রার্থী হিসেবে কিছুতেই মানতে নারাজ একটি শ্রেণি। কারণ তিনি খুব বেশি শিক্ষিত না এবং শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন না।

তাই তারা নেমে পড়েন বিরোধিতায়। তবে আনারুলও থেমে থাকেন না। তিনি শুদ্ধ বাংলায় কথা বলা শিখতে  বরকতউল্লাহর কাছে যান।  

বৃদ্ধ অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বরকতউল্লাহ বায়ান্নর ভাষা আন্দোলনে নিজের এলাকা থেকে মিছিল বের করেছিলেন। তিনি আনারুলসহ এলাকাবাসীকে ডেকে একটি সভার আয়োজন করেন। এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।

এমনই গল্পে নির্মিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘ভুল গল্প’।  

সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, এ.কে. আজাদ সেতু, নিকুল কুমার মণ্ডল প্রমুখ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫মিনিটে বিশেষ নাটক ‘ভুল গল্প’ প্রচার হবে বাংলাভিশনে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।