ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মিথিলা’র অতিথি সৃজিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
মিথিলা’র অতিথি সৃজিত মিথিলা-সৃজিত

সেলিব্রেটি টক শো ‘আমার আমি’ নিয়মিত উপস্থাপনা করছেন মিথিলা। অনেক সেলিব্রেটির সাক্ষাতকার নিয়েছেন তিনি।

এবার সাক্ষাতকার নিলেন স্বামী সৃজিতের। দীর্ঘ ক্যারিয়ারে বহু সাক্ষাতকার দিয়েছেন সৃজিত।

এবারই প্রথম স্ত্রীর মুখোমুখি হয়ে টেলিভিশনে সাক্ষাতকার দিয়েছেন পশ্চিবঙ্গের নন্দিত এই নির্মাতা।

স্ত্রীর মুখোমুখি হয়ে কথা বলতে ভয় পান সৃজিত। তবে কী এই অনুষ্ঠানে কথা বলতে ভয় পেয়েছিলেন সৃজিত? মিথিলা কী জানতে পেরেছেন কোনো অজানা কথা? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবারের ‘আমার আমি’ অনুষ্ঠানের বিশেষ পর্বে। অনুষ্ঠানটি বাংলাভিশনের স্টুডিও’তে ধারণ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ০৫মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ‘আমার আমি’র বিশেষ এই পর্ব।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।