ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন চিত্রনায়িকা রোদেলা ও সুজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
বিয়ে করলেন চিত্রনায়িকা রোদেলা ও সুজন রোদেলা-সুজন

দুইয়ে মিলে এক হলেন চিত্রনায়িকা রোদেল জান্নাত ও মডেল-অভিনেতা খালেদ হোসাইন সুজন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করলেন সুজন-রোদেলা দুজনেই।

নিজের পোস্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে সুজন লেখেন, হৃদয়ের শূন্যতা পাবে পূর্ণতা আলোয় আলোকিত হয়ে।  

অন্যদিকে ২১ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে বিয়ে হওয়ায় বেশ উচ্ছ্বসিত রোদেলা। তাই এ অভিনেত্রী বিয়ের ছবি পোস্ট করে লেখেন, আলহামদুলিল্লাহ…।  জন্মদিনে আমার সেরা উপহার।

এমন পোস্টের পর থেকে বিনোদন অঙ্গনের তারকা ও শুভাকাঙ্ক্ষিদের শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন তারা।

সংবাদ পাঠিকা থেকে সিনেমা জগতে নাম লেখান রোদেলা জান্নাত। তার অভিষেক চলচ্চিত্র ‘শাহেনশাহ’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। অন্যদিকে চট্টগ্রামের ছেলে সুজন। ১৯৯৭ সালে কেপেসকো শো-তে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। বিবি রাসেল ও ইমদাদুল হকের মতো ব্যক্তিদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া একাধিক টেলিফিল্ম, বিলবোর্ড বিজ্ঞাপনসহ ৫০০ ফ্যাশন শো ও ৩৫টির অধিক টিভি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।