ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পুত্র সন্তানের বাবা হলেন কোয়ান্টিন টারান্টিনো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
পুত্র সন্তানের বাবা হলেন কোয়ান্টিন টারান্টিনো

২০১৮ সালের নভেম্বরে ইসরাইলি পপ তারকা ও মডেল ড্যানিয়েলা পিকের সঙ্গে ঘর বাঁধেন হলিউডের প্রখ্যাত নির্মাতা কোয়ান্টিন টারান্টিনো। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘর আলো করে এলো নতুন অতিথি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ড্যানিয়েলা পিক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গত বছরের আগস্টে মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

টারান্টিনোর ঘনিষ্ঠ সূত্র জানায়, টারান্টিনো-পিক নতুন অতিথির আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা নিজেরাই সন্তান জন্ম নেওয়ার খবর দিয়েছেন।

২০০৯ সালে ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ সিনেমার প্রচারণার সময় ড্যানিয়েলার সঙ্গে পরিচয় হয় টারান্টিনোর। এরপর আলাপ থেকে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০১৬ সাল পর্যন্ত তারা চুটিয়ে প্রেম করেছেন। এরপর ২০১৭ সালে বাগদান সারেন এই দম্পতি। এক বছর পর ২০১৮ সালে টারান্টিনো-পিক গাঁটছড়া বাঁধেন।  

ড্যানিয়েলা পিক হচ্ছেন ইসরাইলি পপ তারকা ও কম্পোজার সিভকা পিকের মেয়ে।

গত বছর মুক্তি পেয়েছে কোয়ান্টিন টারান্টিনোর সর্বশেষ ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। ম্যানসন মার্ডারকে কেন্দ্র করে তৈরি সিনেমাটি ৯২তম অস্কারে বেশকিছু বিভাগে পুরস্কার পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।