ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রাকুলের ভাই আমানের অভিষেক হচ্ছে বলিউডে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
রাকুলের ভাই আমানের অভিষেক হচ্ছে বলিউডে

ভারতের দক্ষিণের সিনেমা থেকে বলিউডে থিতু হয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। এখন তাকে নিয়মিত দেখা যায় হিন্দি সিনেমায়। রাকুলের পাশাপাশি এবার তার ভাই আমান প্রীতও অভিনয় করতে যাচ্ছেন বলিউডে। ‘রাম রাজ্য’ সিনেমা দিয়ে অভিষেক ঘটবে তার।

সিনেমাটি পরিচালনা করবেন নিতেশ রাই। প্রযোজনা করছেন প্রবীর সিং।

এর গল্পে অযোধ্যার রাজা রামের দেশ পরিচালনার দৃশ্য ফুটে উঠবে, যখন ধনী-দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য ছিল না।

প্রযোজক বলেন, সিনেমাটির মাধ্যমে আমরা সেই যুগটিতে ফিরে যেতে চাই, যেখানে সর্বদা ন্যায়বিচার হত এবং লোভ, স্বার্থপরতা বা ধর্মীয় ভুল বোঝাবুঝির কোনও জায়গা ছিল না। সিনেমাটি এরকমই কিছু সম্পর্কের কথা বলবে।  

আমান ছাড়াও এতে আরও অভিনয় করবেন শবিতা রানা, সালমান শেখ, শাশ্বত প্রতীক, রাজেশ শর্মা, গোবিন্দ নামদেব, মনোজ বকসি, সন্দ্বীপ ভোঝাক, মুখতার দেখানি ও মুস্তাক খান।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।