ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মিউজিক্যাল লাইভ শোতে দেবলীনা-সন্দীপন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
মিউজিক্যাল লাইভ শোতে দেবলীনা-সন্দীপন দেবলীনা সুর ও সন্দীপন দাস

বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে সাপ্তাহিক মিউজিক্যাল লাইভ শো ‘নিশি গুনগুন’।  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার ইংরেজি সংবাদের পর শুরু হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নিশি গুনগুন’। 

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী দেবলীনা সুর ও সন্দীপন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কুহু মান্নান।


 
প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার নিজের গান ও গুণী শিল্পীদের গাওয়া গানের পাশাপাশি জনপ্রিয় গান পরিবেশন করবেন। গানের পাশাপাশি মূলশিল্পী বা গীতিকবি, সুরকারের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যাবে গানের অন্তরালের নানান অজানা গল্প।  

পাশাপাশি দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারবেন অনুষ্ঠানে। আমন্ত্রিত শিল্পী বা গান সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে ফোনে প্রশ্ন করতে পারবেন। এস. কে. সাহার গ্রন্থনা, গবেষণা ও পরিকল্পনায় ‘নিশি গুনগুন’ প্রযোজনা করছেন আল মামুন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করছেন বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীস এষ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।